মোঃ ফরমান উল্লাহ, নেত্রকোণা জেলা প্রতিনিধি
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
বুধবার (১ নভেম্বর) দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। র্যালী ও আলোচনার সভার মোটুফোনে উদ্ভোধন করেন নেত্রকোণা-১ ( কলমাকান্দা-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য মানু মজুমদার এমপি। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস ও কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ ফখরুল আলম খসরু প্রমুখ।
Leave a Reply