মোঃ মাইন উদ্দিন, কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা ঐতিহ্যবাহী এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৫৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মার্চ) সকাল ১১টায় কোরআন তিলাওয়াত, গীতা পাট ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড় অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলনের পর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু চন্দ্র সূত্রধর।
প্রধান শিক্ষক সুধাংশু চন্দ্র সূত্রাধর এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রাক্তন ছাত্র-ছত্রী।
প্রতিযোগিতার ক্রীড়া ইভেন্টের মধ্যে ছিল ৫২ এর ভাষা আন্দোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ৭১ এর মুক্তিযুদ্ধ, প্রাক্তন ছাত্রদের গোলক নিক্ষেপসহ আরও অন্যান্য আইডেমের খেলা।
বিদ্যালয়টি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্নে নানা কারণে ২টি ও করোনা ভাইরাসের সংক্রমণের কারণে ৫টি মোট ৭টি ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। তাই এবার ৫৯ তম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।
বিদ্যালয়টি পরিচালনা কমিটির বর্তমান সভাপতি হলেন, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান। প্রধান শিক্ষক হলেন, সুধাংশু চন্দ্র সূত্রধর। তিনি ২০১১ সাল থেকে সুনামের সাথে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। ২০২৪ সালের হিসেব অনুযায়ী এ বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ১২শো ৫০ জন।
Leave a Reply