রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি,
নরসিংদীর রায়পুরায় পূর্ব শত্রুতার জের ধরে আদিত্য হাসানের ওপর অতর্কিত হামলা চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ প্রাইমারি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পরদিন বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকালে আদিত্য চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন বাড়িতে প্রবেশ করে বাড়ি ঘরে হামলাও ভাঙচুর চালায়৷
এ ঘটনায় রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ এলাকার মৃত সোনা মিয়ার ছেলে ফাইজু মিয়া ও তার ছেলে, মেয়ে ও স্ত্রীর নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আদিত্যের মা মোমেনা বেগম।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে রহিমাবাদ প্রাইমারী স্কুলের সামনে আদিত্য হাসান উৎসব (১৭)কে একা পেয়ে ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করলে তা চোখের উপরে লেগে গুরুতর জখম হয়৷ পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
অভিযোগ সূত্রে আরোও জানা যায়, ১৬ নভেম্বর বিকেলে ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে বাচ্চু মিয়ার বসত বাড়িতে ভাংচুর চালায়। এছাড়াও সাহাজ উদ্দিন মিয়ার বসত ঘরের দরজা, জানাল ভাংচুর করে। এতে তাদের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply