স্টাফ রিপোর্টারঃশফিকুল ইসলাম,
নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় বিজয়ী ইউপি সদস্যসহ সমর্থকদের উপর পরাজিত প্রার্থীর সমর্থকদের অর্তকিত হামলায় উভয় পক্ষের সাতজন গুরুতর আহত হন।
আজ রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বটতলী পূর্ব খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অর্তকিত হামলার আহতরা হলেন- ওই গ্রামের বাচ্চু মোল্লার ছেলে বিজয়ী ইউপি সদস্য হারুন মোল্লা(৪২)ভাই মো লোকমান হোসেন(৪৬), আব্দুল মান্নানের ছেলে ইব্রাহিম(৭০), আতাউর রহমানের ছেলে মুক্তার হোসেন (৩৪), মহর আলীর ছেলে খোরশেদ (৫০), আনিছ মিয়ার ছেলে মোহাম্মদ(২২), তারা বিজয়ী ইউপি সদস্য হারুন মোল্লার সমর্থক। অপর দিখে মোঃ নজিবুল্লাহ ছেলে মোঃ জামান মিয়া (২৮)। তিনি পরাজিত প্রার্থী মো: নোয়াব মিয়া(৫০) সমর্থক। ইউপি সদস্যসহ দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন।আহত মোক্তার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শনিবার চর আড়ালিয়া ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। ইউপি নির্বাচনে ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হারুন মোল্লা টিউবওয়েল প্রতীক নিয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকে মোঃ নোয়াব মিয়া পরাজিত হন। রোববার দুপুরে বিজয়ী হারুন মোল্লা তার সমর্থকদের নিয়ে একটি বিজয় মিছিল বের করেন। এ সময় ফুটবল প্রতীকের পরাজিত সদস্য মোঃ নোয়াব মিয়া ও তার সমর্থক মোজাম্মেল, জামান, মিস্টারসহ ২০-৩০ জনের একটি সঙ্গবদ্ধ দল দেশীয় অস্ত্র দ্বারা সজ্জিত হয়ে উক্ত বিজয় মিছিলের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে উভয় পক্ষের তিনজন গুরুতর আহত হন। আহতদের প্রথমে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তারা।
আহত ইউপি সদস্য হারুন মোল্লা বলেন, ‘সকালে সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাতে বাড়ি বাড়ি যাওয়ার পথে নোয়াব মিয়ারসহ হত্যা মামলার আসামি মোজাম্মেলসহ তার লোকজন অতর্কিত হামলা চালিয়ে আমিসহ ৬ জনকে গুরুতর আহত করে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দাবি করছি।’
অভিযুক্ত নোয়াব মিয়ার মুঠোফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়ে উঠে নি।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন পলাশ বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চর আড়ালিয়ায় বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মাঝে অর্তকিত হামলায় ঘটনায় ৪-৫ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে থানায় আসতে বলে এসেছি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
Leave a Reply